শিরোনাম
১৭ আগস্ট হামলা: ৫ জেএমবির কারাদণ্ড
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৬
১৭ আগস্ট হামলা: ৫ জেএমবির কারাদণ্ড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১৪ বছর আগে সারা দেশে একযোগে বোমা হামলার এক মামলায় নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদিনি বাংলাদেশ- জেএমবির পাঁচ সদস্যকে ১২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার আদালত। আসামিদের ৩০ হাজার টাকা করে জরিমানা, আনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে


রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দুই নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. আল মামুন এ রায় দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুল্লাহ আল সুহাইল, হাবিবুর রহমান হাবিব (পলাতক), মো. মুসা ওরফে মুস্তাফিজুর রহমান ওরফে সামাদ ওরফে মিন্টু (পলাতক) মো. আবদুর রহমান মাসুদ, মো. নূরুল ইসলাম ওরফে উজ্জ্বল ওরফে ‍জুবায়ের।


আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।


বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় দেয়া রায়ে বলা হয়, আসামিরা ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১১টার দিকে রাজধানীর খিলক্ষেত ওভারব্রিজের কাছে রাজউক মার্কেটের সামনে জনগণের জানমালের ক্ষতিসাধনের জন্য বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।


ওই ঘটনায় খিলক্ষেত থানার এএসআই মো. কাওসার আলম মামলা করার পর ওই বছরের ২ নভেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর আরো দুইবার সম্পূরক অভিযোগ দেয়া হয়। সর্বশেষ সম্পূরক অভিযোগপত্রে আবদুল্লাহ আল সুহাইলকে আসামির তালিকায় আনা হয়।


আইনজীবী মো. শাহাবুদ্দিন জানান, একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা আতাউর রহমান সানিও এ মামলার আসামি ছিলেন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাকে এ মামলা থেকে বাদ দেয়া হয়।


২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।


২০০৭ সালের ২৯ মার্চ জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানিসহ সাতজনের ফাঁসি কার্যকর করা হয় এ মামলায়।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com