শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি
প্রকাশ : ৩০ জুন ২০১৭, ১৩:৪৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।


পদ: প্রভাষক, শিক্ষা প্রশাসন বিভাগ, দুজন।


যোগ্যতা: গবেষণা ইনস্টিটিউট থেকে ব্যাচেলর অব এডুকেশন (সম্মান) এবং আইআরের শিক্ষা প্রশাসন বিভাগ থেকে মাস্টার্স অব এডুকেশন (এমএড)। প্রভাষক, শিক্ষাক্রম ও শিক্ষণ প্রযুক্তি বিভাগ ও শিক্ষা মূল্যায়ন ও গবেষণা বিভাগ, ২টি। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে ব্যাচেলর অব এডুকেশন (সম্মান) এবং আইআরের শিক্ষাক্রম ও শিক্ষণ বিভাগ থেকে মাস্টার্স অব এডুকেশন (এমএড)। প্রভাষক, বিশেষ শিক্ষা বিভাগ (দৃষ্টিপ্রতিবন্ধী বিষয়), একটি। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিশেষ শিক্ষা বিভাগ থেকে (দৃষ্টিপ্রতিবন্ধী বিষয়) মাস্টার্স অব এডুকেশন (এমএড)।


বেতন: মাসিক ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন দেয়া হবে।


যোগাযোগ: ‘পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়’।


পদ: সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান, দুজন।


যোগ্যতা: উদ্ভিদবিজ্ঞানে বিএসসি (সম্মান) ও এমএসসি। শিক্ষায় স্নাতকোত্তর। বিএসসি (সম্মান), এমএসসি এমএডে প্রথম শ্রেণি বা সমমান। শিক্ষায় উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। সহকারী অধ্যাপক, প্রাণিবিজ্ঞান, ১টি। প্রাণিবিজ্ঞানে বিএসসি (সম্মান) ও এমএসসি। শিক্ষায় স্নাতকোত্তর। বিএসসি (সম্মান), এমএসসি এমএডে প্রথম শ্রেণি বা সমমান। শিক্ষায় উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।


যোগাযোগ: ‘পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়’।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com