শিরোনাম
পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে নিয়োগ
প্রকাশ : ২০ জুন ২০১৭, ১৬:৪২
পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে নিয়োগ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে একজন এবং অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর পদে সাতজন অস্থায়ীভাবে প্রকৃত বাংলাদেশি নাগরিককে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ জুলাই পর্যন্ত আকেদন করতে পারবে।


অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ বা স্নাতকোত্তর পাস হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৪০ শব্দ গতি এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।


অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। কম্পিউটার পরিচালনায় ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ গতি থাকতে হবে।


বয়স: আগামী ১ জুলাই ২০১৭ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদের বয়স ৩০ বছর এবং বিভাগীয় প্রার্থীদের বয়স ৩৫ বছর হতে হবে।


বেতন: অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা এবং অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর পদে নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।


আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ই-১২/এ আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর ডাকযোগ আবেদন করতে হবে।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com