শিরোনাম
নৌবাহিনীর মোটরগাড়ি চালক পদে ৪২ নিয়োগ
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৫:২৫
নৌবাহিনীর মোটরগাড়ি চালক পদে ৪২ নিয়োগ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ নৌবাহিনী লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নৌবাহিনীতে বেসামরিক মোটরগাড়ি চালক (এমটিডি) পদে ৪২ জনবল নিয়োগ দেয়া হবে।


যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছর অভিজ্ঞতাধারী হতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।


যেসব জেলার প্রার্থীদের জন্য: ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শেরপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, বগুড়া, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, মেহেরপুর, বরিশাল, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ।


বেতন-ভাতা: পদটিতে সরকারি গ্রেড-১৫ অনুযায়ী বেতন প্রদান করা হবে। সেই হিসেবে একজন চাকুরে পাবেন ৯ হাজার ৭০০ টাকা থেকে ২৩ হাজার ৪৯০ টাকা।


যেভাবে আবেদন: আগ্রহীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে পারবেন_ পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায়।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com