বাংলাদেশে কর্মী নেবে মার্কিন উন্নয়ন সংস্থা আইপাস
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৩
বাংলাদেশে কর্মী নেবে মার্কিন উন্নয়ন সংস্থা আইপাস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজার প্রজেক্ট অফিসে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: অ্যাডভাইজার টু, কোয়ালিটি অ্যাস্যুরেন্স, হিউম্যানিটারিয়ান রেসপন্স
পদসংখ্যা: ১
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ পাবলিক হেলথ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথে অন্তত পাঁচ থেকে আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পরিবার পরিকল্পনা ও এমআর বা পিএসি প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো মানবাধিকার সংস্থায় এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।


কর্মস্থল: কক্সবাজার
বেতন: বছরে বেতন ১৮,৭২,০০০ টাকা
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, স্বামী/স্ত্রীসহ কর্মীর স্বাস্থ্যবিমা, জীবনবিমা ও পদোন্নতির সুযোগ আছে।


আবেদন যেভাবে করবেন: আগ্রহী প্রার্থীদের কাভার লেটার, দুটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি এই ওয়েবসাইটের মাধ্যমে আপলোড করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।


আবেদনের শেষ সময়: ৮ ফেব্রুয়ারি ২০২৩।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com