চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ আজ
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ১৯:১৩
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা আজ রবিবার শেষ হচ্ছে। তবে এতে আবেদনের সুযোগ পাননি ইনডেক্সধারী শিক্ষকরা। এদিন রাত ১১টা ৫৯ মিনিটে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা শেষ হবে। তবে আবেদনের ফি জমা দেওয়া যাবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।


জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে স্কুল-কলেজে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২ জনকে নিয়োগ দেওয়া হবে। সবগুলো পদই এমপিও পদ।


এদিকে, আবেদনের সময়সীমা শেষ হতে চললেও চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাননি ইনডেক্সধারী শিক্ষকরা। আবেদনের সুযোগ চেয়ে বেশ কয়েকটি রিট করেছিলেন তারা। আদালতের স্থগিতাদেশ পেলেও আবেদন করতে পারেননি শিক্ষকরা।


নিয়োগ সুপারিশ করা প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বলছে, বেকার নিবন্ধনধারীদের চাকরির সুযোগ করে দিতে এবার ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। চতুর্থ গণবিজ্ঞপ্তি শেষে ইনডেক্সধারীদের বদলি নিয়ে কাজ করবেন তারা।


এ প্রসঙ্গে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা থাকায় চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। তবে তাদের বদলির বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে।


বিবার্তা/রাসেল/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com