শিরোনাম
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৮২ জনকে চাকরি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৭, ১৮:০১
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৮২ জনকে চাকরি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঁচ পদে ৮২ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।


পদের নাম:সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৪১ জন, কম্পিউটার অপারেটর পদে ছয়জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চারজন, ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে আটজন এবং অফিস সহায়ক পদে ২৩ জনসহ মোট ৮২ জনকে উক্ত নিয়োগ দেয়া হবে


শিক্ষাগত যোগ্যতা: পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের মাধ্যমিক পাস থেকে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদের জন্য কম্পিউটারে প্রশিক্ষণ এবং কম্পিউটারে বিজ্ঞপ্তিতে উল্লেখিত গতিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে।


বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে পদমর্যাদা অনুযায়ী আট হাজার ২৫০ টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।


আবেদন প্রক্রিয়া: টেলিটকের ওয়েবসাইট (mopa.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন করা যাবে। প্রথম চারটি পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং পঞ্চম পদের জন্য আবেদন ফি ৫০ টাকা টেলিটকের প্রিপেইড নম্বর থেকে নিয়ম অনুযায়ী অনলাইন আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com