
ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) এর অডিট পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
রবিবার (২৩ জানুয়ারি) প্রতিষ্ঠানটির বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব ও জয়েন্ট কন্ট্রোলার মুহাম্মদ খাদেমুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ১২০৭ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে।
বিজ্ঞপ্তি অনুসারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় মূল প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
এছাড়াও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রয়োজনীয় কাগজপত্র এবং সার্টিফিকেটের মূল কপি প্রদর্শন করতে হবে।
এতে আরো বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময় কোনো প্রকার অসত্য তথ্য বা সনদ প্রদান করলে প্রার্থিতা বাতিল/নিয়োগ বাতিল করা হবে।
বিবার্তা/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]