শিরোনাম
৪০তম বিসিএস'র ভাইভা পরীক্ষা শুরু আজ
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:২৪
৪০তম বিসিএস'র ভাইভা পরীক্ষা শুরু আজ
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলমান করোনা মহামারির কারণে স্থগিত থাকা ৪০তম বিসিএস'র ভাইভা পরীক্ষা শুরু হচ্ছে আজ রবিবার (১৯ সেপ্টেম্বর)। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। সকালে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।


করোনার সংক্রমণ পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় গত ১ সেপ্টেম্বর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে নতুন করে পরীক্ষার এ সময় ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ শুরু হওয়া এ ভাইভা পরীক্ষা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।


নূর আহমেদ জানিয়েছন, এ সময়ে সাধারণ ক্যাডারের দুই হাজার ৪৬৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। গত ১৬ ফেব্রুয়ারি এ বিসিএস'র ভাইভা পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে তা পিছিয়ে যায়।


২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।


৪০তম বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নেয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে নিয়োগ দেয়া হবে প্রায় ৮০০ জন।


বিবার্তা/জুয়েল/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com