শিরোনাম
স্থানীয় সরকার বিভাগে ১৭৪ জনবল নিয়োগ
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৭, ১৪:৪৩
স্থানীয় সরকার বিভাগে ১৭৪ জনবল নিয়োগ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্থানীয় সরকার, পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রণালয়ের ‘স্থানীয় সরকার বিভাগে’ দুই পদে ১৭৪ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্তা আবেদন করতে পারবেন।


পদের নাম: সেফটিনেট প্রোগ্রাম সুপারভাইজার (এসপিএস, উপজেলা)’


পদ সংখ্যা: ১৮ জন


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থান সম্পর্কে জ্ঞানসম্পন্ন এবং যেকোনো এনজিওতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।


পদের নাম: ‘সেফটিনেট প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (এসপিএ, ইউনিয়ন পরিষদ)।’


পদ সংখ্যা: ১৫৬ জন।


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থান সম্পর্কে জ্ঞানসম্পন্ন এবং যেকোনো এনজিওতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।


দক্ষতা: উভয় পদের জন্য প্রার্থীদের ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে পারদর্শী এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।


বয়স: উভয় পদের জন্যই প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২৫ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।


আবেদন প্রক্রিয়া: ‘প্রকল্প পরিচালক, ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুয়োরেস্ট (আইএসপিপি)- প্রকল্প, লেভেল-৮, জনস্বাস্থ্য প্রকৌশল ভবন, ১৪ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, কাকরাইল, ঢাকা-১০০০’ ঠিকানায় পাঠাতে হবে।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com