শিরোনাম
কাশ্মীরের উন্নয়নে ৩৭০ ধারা বিলোপ: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১২:১৭
কাশ্মীরের উন্নয়নে ৩৭০ ধারা বিলোপ: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জম্মু-কাশ্মিরের উন্নয়নের জন্যই ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার হরিয়ানার পঞ্চকুলায় এক সভায় তিনি এ মন্তব্য করেন।


ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, আমাদের প্রতিবেশী দেশ এনিয়ে দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ বলেছে কাশ্মীর নিয়ে ভুল করেছে ভারত। আমরা বলছি, এবার যদি পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে কথা হয় তাহলে কথা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই। তবে জঙ্গি মদত বন্ধ করতে হবে পাকিস্তানকে।


পাকিস্তানকে নিশানা করে এদিন রাজনাথ সিং বলেন, আমরা ৩৭০ ধারা বাতিল করলাম আর প্রতিবেশী দেশ দুর্বল হয়ে গেল! ওরা এখন দুনিয়ার বিভিন্ন দেশে ছোটাছুটি করছে। সংশ্লিষ্ট সভায় দেশের বিরোধীদেরও আক্রমণ করেন রাজনাথ সিং।


তিনি বলেন, বিরোধীরা বলে বেড়াতো, বিজেপি ৩৭০ ধারাকে ছুঁতেও পারবে না। কাশ্মীরের এই ধারা যদি বাতিল করে তাহলে আর ক্ষমতায় ফিরতে পারবে না। ক্ষমতায় এসেই ৩৭০ বিলোপ করেছে কেন্দ্র সরকার বলে জানান তিনি।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com