শিরোনাম
ভয় কাটিয়ে কাশ্মীরের ১৯০ স্কুল খুলছে আজ
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১০:৩২
ভয় কাটিয়ে কাশ্মীরের ১৯০ স্কুল খুলছে আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সোমবার (১৯ আগস্ট) প্রায় ১৯০টি প্রাইমারি স্কুল খুলে দেয়া হচ্ছে। রবিবারই এ ঘোষণা দেয় প্রশাসন। এর মধ্যেই কাশ্মীর উপত্যকায় পুরোদমে সরকারি অফিস খুলে গেছে।


শ্রীনগর জেলার পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মুখ্যসচিব রোহিত কানসাল এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা শ্রীনগরের প্রায় ১৯০টি প্রাইমারি স্কুল পুনরায় চালু করার পরিকল্পনা করেছি। পাশাপাশি বিভিন্ন ধরনের বিধি-নিষেধও শিথিল করা হবে।


কানসাল বলেন, শনিবার কাশ্মীরের ৩৫টি পুলিশ স্টেশনে বিধিনিষেধ শিথিল করা হয়। রবিবার ৫০টি স্টেশনে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তিনি আরও বলেন, বিধিনিষেধ শিথিল করার পর এখনো কোনো জায়গা থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


গত ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে বিশষ মর্যাদা তুলে নেয় ভারত।


তার আগে থেকেই সেখানে কারফিউ জারি করা হয় এবং মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। রোহিত কানসাল বলেন, সেখানে যত দ্রুত সম্ভব ল্যান্ডলাইন সার্ভিস পুরোদমে চালু করে দেবে প্রশাসন।


উপত্যকায় ল্যান্ডলাইন পরিষেবা সম্পূর্ণ চালু করতে পুরোদমে কাজ করে চলেছেন বিএসএনএলের কর্মকর্তা-কর্মচারীরা।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com