শিরোনাম
‘কাশ্মীর পাকিস্তানের ছিল না, হবেও না’
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৯, ০৯:১০
‘কাশ্মীর পাকিস্তানের ছিল না, হবেও না’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়ার মুসলিম নেতা মোহাম্মদ তাওহিদি বলেছেন, কাশ্মীর কোনোদিনও পাকিস্তানের অংশ ছিল না। ভবিষ্যতেও হবে না। সত্যিটা মেনে নিতে হবে। কাশ্মীর নিয়ে যখন পাকিস্তান কঠোর অবস্থানে- তখনই এমন সত্যি স্বীকারের পরামর্শ দিলেন এ ইসলামি পণ্ডিত।


এক টুইট বার্তায় এ স্বঘোষিত ইসলামিক সংস্কারক বলেন, ‘কাশ্মীর কখনই পাকিস্তানের অংশ হবে না। কারণ পাকিস্তান ও কাশ্মীর সবই ভারতের অংশ।


তিনি বলেন, ‘পুরো অঞ্চলটাই ছিল হিন্দু ভূমি। মুসলিমরা হিন্দু থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু তার মানে এই নয় যে, হিন্দু ভূমির সব কিছু বদলে যাবে। ভারত ইসলাম এমনকি পাকিস্তানের চেয়েও পুরনো। এ বিষয়ে সৎ হোন।


এদিকে তাওহিদির এমন মন্তব্য সামাজিক মাধ্যমে সবার নজর কেড়েছে। ইতোমধ্যেই তার টুইটটি ২২ হাজারের বেশি বার রিটুইট হয়েছে।


গত ৫ আগস্ট সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। তারপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।


শুরু থেকেই কাশ্মীর ইস্যুতে ভারতের বিরোধিতা করে আসছে পাকিস্তান। নতুন করে এই মুসলিম নেতার মন্তব্য উত্তাপ আরও বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com