শিরোনাম
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৯, ১১:২৮
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর সঙ্গে বাতিল করা হয় ৩৭০ ধারার অন্তর্গত ৩৫এ ধারাও।


গত সোমবার রাজ্যসভায় পাস হয় ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব। এ ৩৭০ ধারা বিলোপ নিয়েই উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।


বৃহস্পতিবার (৮ আগস্ট) ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের পরিবর্তে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি করা সম্পর্কে ব্যাখ্যা দিতেই আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি।


এদিকে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর বেজায় চটেছে পাকিস্তান। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ।


এ ছাড়া হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা আংশিক বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত আংশিক বন্ধ থাকবে পাকিস্তানের আকাশপথ। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করেছেন ইমরান খান।


এর আগে ২৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। ওইদিন ভারতের উপগ্রহ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র (এ-স্যাট) প্রদর্শন উপলক্ষে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন মোদি। সূত্র: জিনিউজ।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com