শিরোনাম
জাপানে তীব্র দাবদাহে ১১ জনের মৃত্যু
প্রকাশ : ৩১ জুলাই ২০১৯, ১২:১৯
জাপানে তীব্র দাবদাহে ১১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাপানে তীব্র দাবদাহে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি পার্কের এক মাসকটও মারা গেছেন। জাপানজুড়েই তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।


হিরাকাটা পার্কে ২৮ বছর বয়সী ওই ব্যক্তি মারা গেছেন। তিনি ১৬ কেজি ওজনের কস্টিউম পরিধান করে প্রায় ২০ মিনিট ধরে নাচ-গান করছিলেন। এত ভারী ওজনের পোশাক পরে মাসকট সেজে থাকায় তীব্র গরমে তার মৃত্যু হয়। গত রবিবার এ ঘটনা ঘটে।


ওই ব্যক্তির মৃত্যুর পর পার্কগুলোতে এই গ্রীষ্মের মধ্যে সব ধরনের মাসকট ইভেন্ট বাতিল করা হয়েছে।


গত এক সপ্তাহে তীব্র দাবদাহের কারণে অসুস্থ হয়ে পাঁচ হাজারের বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।


জাপানের কিয়োদো নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া ৫০ শতাংশের বেশি মানুষের বয়স ৬৫ বা তার বেশি। আগামী সপ্তাহে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুত্র: কিয়োদো নিউজ।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com