শিরোনাম
ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ১৩
প্রকাশ : ৩০ জুলাই ২০১৯, ১৫:২৬
ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইয়েমেনের উত্তরাঞ্চলের সাদা প্রদেশের একটি মার্কেটে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।


স্থানীয় একটি মেডিকেল সূত্র ও হুথি বিদ্রোহীদের পরিচালিত গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।


স্থানীয় আল জমহুরি হাসপাতালে ব্যবস্থাপক সালেহ কোরবান গণমাধ্যমকে বলেছেন, সাদা প্রদেশের কাতাবির জেলায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৩ জন। তবে আল মাসিরাহ টেলিভিশন বলছে, বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন।


ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট প্রায় ৪ বছর ধরে লড়াই করে আসছে। সালেহ কোরবান বলেন, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া আহতদের মধ্যেও ১১ জন শিশু।


রয়টার্সের এক আলোকচিত্রীর তোলা ছবিতে নয়জনের বেশি মানুষের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এদের অনেকের মরদেহ পুড়ে খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। বর্তমানে হাসপাতালের মর্গে এসব মরদেহ রাখা হয়েছে।


এ হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০১৪ সালের শেষদিকে রাজধানী সানাসহ দেশটির অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।


সে সময় দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। পরের বছরের মাঝের দিকে ইয়েমেনের পলাতক এ প্রেসিডেন্টকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে।


সৌদি জোটের এ হামলা শুরুর পর থেকে দশ হাজারের বেশি ইয়েমেনির প্রাণহানি ও লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েন।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com