শিরোনাম
গিনির স্বর্ণখনিতে পাথর ধসে নিহত ৪
প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ২২:২১
গিনির স্বর্ণখনিতে পাথর ধসে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গিনির উত্তর-পূর্বাঞ্চলে একটি স্বর্ণখনিতে পাথর ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এদের মধ্যে দুই বছর বয়সী কন্যা শিশু ও তার মা রয়েছে।


রবিবার স্থানীয় পুলিশ ও কর্মকর্তারা একথা জানান। খবর এএফপির


কিন্তিনিয়ানের সরকারি কর্মকর্তা মামাদি মাগাসৌবা জানান, গিনির উত্তর-পূর্বাঞ্চলীয় সিগুইরির কিন্তিয়ানে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।


তিনি এএফপিকে বলেন, একটি স্বর্ণ খনিতে পাথর ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছে।


পুলিশ ও স্থানীয় রেডক্রসের প্রতিনিধি নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।


একই সূত্র জানায়, এ দুর্ঘটনায় আহত অপর দুজনকে রাজধানী কোনাক্রির প্রায় ৬শ কিলোমিটার উত্তরের নগরী সিগুইরির হাসপাতালে নেয়া হয়েছে।


রেডক্রস কর্মকর্তা জানান, হতাহতরা স্বর্ণ খনিটিতে কাজ করছিল। প্রবল বর্ষণের কারণে পাথর ধসের ঝুঁকি থাকায় খনিটির ব্যবহার নিষিদ্ধ ছিল।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com