শিরোনাম
পাকিস্তানে কয়েক ঘণ্টার ব্যবধানে হামলা, নিহত ১০
প্রকাশ : ২৮ জুলাই ২০১৯, ১১:২৭
পাকিস্তানে কয়েক ঘণ্টার ব্যবধানে হামলা, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীগুলোর ওপর পৃথক দুটি হামলায় অন্তত ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। পরপর দুদিনে কয়েক ঘণ্টার ব্যবধানে এ হামলার ঘটনা ঘটে।


শনিবার (২৭ জুলাই) আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় সামরিক বাহিনীর একটি গাড়িতে চোরাগোপ্তা হামলায় ছয় সেনা নিহত হন। পাকিস্তান সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।


পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে- উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের গুরবাজ এলাকায় সৈন্যদের একটি টহল দলের ওপর ‘সীমান্তের অপরপাশ থেকে সন্ত্রাসীরা’ গুলিবর্ষণ করে।


এর কয়েক ঘণ্টা আগে শুক্রবার (২৬ জুলাই) বেলুচিস্তান প্রদেশে আধাসামরিক বাহিনীর একটি টহল দলের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে চার কর্মকর্তাকে হত্যা করে অজ্ঞাত জঙ্গিরা।


এদিকে শনিবারের চোরাগোপ্তা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। অপরদিকে শুক্রবারের হামলায় কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।


সীমান্তের অপর পাশে এসে হামলা চালানো জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে- এমন অভিযোগ পাকিস্তান ও আফগানিস্তান নিয়মিতভাবে একে অপরের বিরুদ্ধে করে আসছে।


তালেবান জঙ্গিদের সমর্থন দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে আসছে আফগানিস্তান। অপরদিকে আফগানিস্তানের যুদ্ধে তারাও ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করে করে আসছে পাকিস্তান। সূত্র: রয়টার্স


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com