শিরোনাম
সিরিয়ায় বিমান হামলা, নিহত শতাধিক
প্রকাশ : ২৬ জুলাই ২০১৯, ১৬:০৬
সিরিয়ায় বিমান হামলা, নিহত শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ আট বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। দেশটির এই গৃহযুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচ লাখ। দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সিরিয়ার প্রায় অর্ধেক মানুষ। দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা উদ্বেগ জানালেও তা থামানো যায়নি।


সিরিয়ায় দেশটির সরকারি বাহিনী এবং তাদের মিত্রদের বিমান হামলায় গত ১০ দিনে ২৬ শিশুসহ অন্তত ১০৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।


জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মিশেল ব্যাচলেট শুক্রবার (২৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান জানিয়েছেন, স্কুল-কলেজ, হাসপাতাল, মার্কেট এবং মুদির দোকানসহ অন্যান্য বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে মিত্রদের সামরিক জোট।


মিশেল ব্যাচলেট ওই বিবৃতিতে বলেন, এসব বেসামরিক স্থাপনা। তবে এসব হামলাকে যদি তারা বলে যে দুর্ঘটনা, তাহলে সেটা মেনে নেয়া সম্ভব নয়। কারণ হামলার ধরন ছিল ভয়াবহ। আন্তর্জাতিক উদাসীনতার সঙ্গে সঙ্গে দিন মৃতের সংখ্যা বেড়েই চলেছে দেশটিতে।


গত ৪০ বছর ধরে ক্ষমতায় থাকা বাশার আল আসাদ সরকার পতনের লক্ষ্যে ২০১১ সালের জুলাইয়ে সামরিক বাহিনীর বিদ্রোহীরা ফ্রি সিরিয়ান আর্মি গঠনের ঘোষণা দেয়। এ ঘোষণার মধ্য দিয়েই সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়ে যায়।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com