শিরোনাম
লিবিয়ার সাগরে দেড় শতাধিক প্রাণহানির শঙ্কা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৯, ০৮:২৩
লিবিয়ার সাগরে দেড় শতাধিক প্রাণহানির শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিবিয়া উপকূলে নৌযান ডুবে দেড় শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজ সবাই মারা গেছেন।


বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে।


লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পূর্বের আল খোমস বন্দর থেকে অভিবাসীদের নিয়ে ভূমধ্যসাগরে নৌযানটি যাত্রা শুরু করে। পরে নৌযানটি ৩ শতাধিক অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে যায়। এ সময় কোস্টাগার্ডের সদস্যরা ১৫০ জনকে উদ্ধার করেন।


এ বছর ভূমধ্যসাগরে এমন ঘটনা ভয়াবহ দুর্ঘটনা বলে আশঙ্কা করা হচ্ছে।


এর আগে চলতি বছরের মে মাসে তিউনিসিয়া উপকূলে নৌযান ডুবে ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারায়। গত কয়েক বছর থেকেই নিষেধাজ্ঞা অমান্য করে অভিবাসনপ্রত্যাশীরা জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে নেমে পড়েন। সাগরে ট্রলারডুবিতে নিহতের ঘটনাও ক্রমে বেড়েই চলছে। সূত্র: ইউএনএইচসিআর


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com