শিরোনাম
পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে সমর্থন করছে বামপন্থীরা
প্রকাশ : ২৫ জুলাই ২০১৯, ১২:১৮
পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে সমর্থন করছে বামপন্থীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে বামপন্থীরা নজিরবিহীনভাবে সমর্থন করছে৷ পঞ্চায়েত ও পুরভোট ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দাবিকেই সমর্থন জানাল সিপিএম শীর্ষ নেতৃত্ব।


ইভিএমে কারচুপি হয়েছে, এই অভিযোগে আগামী দিনে পৌরসভাগুলোর ভোটব্যালট পেপারে হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সেই দাবিকে সমর্থন করলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মুখ্যমন্ত্রীর মতোই সীতারাম ইয়েচুরিও ভিভিপ্যাট ও ইভিএমের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।


তিনি জানান, লোকসভা চলতি অধিবেশনের পর বিরোধী দলগুলি এই ইস্যুতে আলোচনায় বসবে।


পশ্চিমবঙ্গে সিপিএম রাজ্য সদর দপ্তর আলিমুদ্দিনে সাংবাদিক সম্মেলনে সীতারাম ইয়েচুরি বলেছেন, রাজ্যে পঞ্চায়েত বা পুরভোট ব্যালটে না ইভিএমে হবে তা ঠিক করার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। রাজ্য চাইলে ব্যালট পেপারে পুরভোট করতেই পারে। এই প্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক কর্ণাটক উত্তরাখণ্ড-সহ কয়েকটি রাজ্যে ব্যালেট পেপারে ভোট হয়েছে বলে জানান।


প্রসঙ্গত বলা যেতে পারে লোকসভা ভোটের পর দ্বিতীয় দফায় সিপিএমের রাজ্য কমিটির বৈঠক শুরু হয়েছে বুধবার থেকে কলকাতায়। সূত্র: ভয়েস অফ আমেরিকা


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com