শিরোনাম
পেন্টাগণ প্রধান হলেন মার্ক এসপার
প্রকাশ : ২৪ জুলাই ২০১৯, ১৬:৪২
পেন্টাগণ প্রধান হলেন মার্ক এসপার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাবেক সৈনিক মার্ক এসপার যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন।এর আগে সিনেটে তার মনোনায়ন নিশ্চিত করা হয়।তার পক্ষে ভোট পড়ে ৯০টি আর বিপক্ষে ৮টি।এদিকে এ নিয়োগের মধ্য দিয়ে পেন্টাগণে দীর্ঘদিনের নেতৃত্বের শূন্যতা পূরণ হলো।


বিগত প্রায় সাত মাস ধরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদ শূন্য ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে মার্ক এসপার (৫৫) হচ্ছেন দ্বিতীয় প্রতিরক্ষামন্ত্রী।এর আগে মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের নীতি নিয়ে মতভিন্নতার কারণে জিম ম্যাটিস পদত্যাগ করেন।


তবে আরো দু’জন ভারপ্রাপ্ত হিসেবে এ দায়িত্ব পালন করেছিল। সর্বশেষ প্যাট্রিক শানাহান এ দায়িত্বে ছিলেন।তিনি জুন মাসে পারিবারিক সমস্যার কারণে পদত্যাগ করেন।


ওভাল অফিসে মার্ক এসপারের শপথ গ্রহণ অনুষ্ঠানে রিপাবলিকান দলের বেশ কয়েকজন সিনেটর এবং ট্রাম্প উপস্থিত ছিলেন।ট্রাম্প এ দিনটিকে জাতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিরক্ষা বিভাগ চালানোর জন্য তার মতো যোগ্য আর কেউ নেই।


উল্লেখ্য, সামরিক অভিজ্ঞতা সম্পন্ন মার্ক এসপার ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে ইরাকে লড়েছিলেন।তিনি মার্কিন কূটনীতিক মাইক পম্পেও’র ঘনিষ্ঠ।উভয়ে মর্যাদাপূর্ণ ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমির ছাত্র।১৯৮৬ সালে দুজনই এই একাডেমি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া এসপার মার্কিন কংগ্রেসেও বেশ পরিচিত মুখ।তিনি চাক হেগেলসহ কয়েকজন সিনেটরের উপদেষ্টা ছিলেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com