শিরোনাম
ইরানে ১৭ মার্কিন গুপ্তচর আটকে উত্তেজনা
প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ১৫:০১
ইরানে ১৭ মার্কিন গুপ্তচর আটকে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) হয়ে কাজ করা ১৭ গুপ্তচরকে আটকের দাবি করেছে ইরান। আটকদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে।


সোমবার (২২ জুলাই) ইরানি মিডিয়ার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।


গোয়েন্দা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটি ১৭ জন মার্কিন গুপ্তচরকে আটক করেছে। একজন মন্ত্রণালয় কর্মকর্তার বরাত দিয়ে ফার্স সংবাদসংস্থা জানিয়েছে, তাদের কয়েকজনের মৃত্যুদণ্ডের আদেশও হয়েছে।


বিবৃতিতে আরো বলা হয়েছে, শনাক্তকৃত গুপ্তচররা বিভিন্ন সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মরত ছিল। তারা অর্থনৈতিক, অবকাঠামো, সামরিক, পারমাণবিক বিভিন্ন ক্ষেত্রে কর্মরত অবস্থায় অনেক গোপনীয় তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল।


এর আগে গত জুনে সিআইএ নিয়ন্ত্রিত একটি সাইবার গুপ্তচর নেটওয়ার্ক উদঘাটনের দাবি করেছিল ইরান। সেই ঘটনার সঙ্গে এই আটকের সম্পর্ক আছে কিনা সেটি এখনো জানা যায়নি।


যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সঙ্গে পারস্য উপসাগরে চলমান উত্তেজনার মধ্যেই গুপ্তচর আটকের এমন দাবি করলো ইরান।


হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি তেলবাহী ট্যাংকার আটকের ঘটনায় ব্রিটেনের সঙ্গে এবং ড্রোন ভূপাতিত করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাম্প্রতিক উত্তেজনা বিরাজ করছে। সূত্র : রয়টার্স।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com