শিরোনাম
উগ্রপন্থা ঠেকাতে পাকিস্তানের মাদ্রাসা শিক্ষায় পরিবর্তন
প্রকাশ : ২১ জুলাই ২০১৯, ২১:৫৬
উগ্রপন্থা ঠেকাতে পাকিস্তানের মাদ্রাসা শিক্ষায় পরিবর্তন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তান যেন উগ্রপন্থার চারণভূমি। একের পর এক আত্মঘাতি বোমা হামলায় দেশটির নাজেহাল অবস্থা। বাচ্চাদের স্কুল থেকে শুরু করে হাসপাতাল সর্বত্র জঙ্গি হামলার ক্ষত।


এমন পরিস্থিতির কারণে সরকার প্রায় ৩০ হাজার মাদ্রাসায় শিক্ষা পদ্ধতির পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সরকার বলছে, উগ্রপন্থী মতাদর্শ ছড়ানো ঠেকাতে দেশটির মাদ্রাসা শিক্ষার সংস্কারের লক্ষ্যে এক পরিকল্পনার ব্যাপারে তারা ধর্মীয় নেতাদের সঙ্গে একমত হয়েছেন।


শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ বলেছেন, সেখানে অন্য কোনো ধর্ম বা সম্প্রদায়ের প্রতি ঘৃণাসূচক উপাদান থাকবে না।


সরকার বলছে, এই মাদ্রাসাগুলোকে নিবন্ধিত করা হবে, এবং সেখানে ইংরেজি, গণিত এবং বিজ্ঞানও পড়ানো হবে।


সরকার আশা করছে, মাদ্রাসার নতুন পাঠ্যসূচি এমন হবে যাতে এখান থেকে পাস করে বেরুনোর পর ছাত্রদের চাকরি পাবার ক্ষেত্রে তা সহায়ক হয়।


পাকিস্তানের মাদ্রাসাগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে যে এগুলোতে উগ্রপন্থী দৃষ্টিভঙ্গী প্রচার করা হয়, এবং এখান থেকে উগ্রপন্থায় দীক্ষিত যুবকরা যোগ দেয় জঙ্গি ইসলামপন্থী গ্রুপগুলোতে।


এর আগেও বিভিন্ন সরকারের সময় এধরনের সংস্কারের উদ্যোগ নেয়ার পর ধর্মীয় নেতাদের বাধার কারণে ব্যর্থ হয়েছে।


বিবার্তা/লতিফুর/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com