শিরোনাম
ইভিএমে কারচুপির অভিযোগ মমতার
প্রকাশ : ২১ জুলাই ২০১৯, ২০:৫৮
ইভিএমে কারচুপির অভিযোগ মমতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয় ব্যালট চাই’ টুইট করে ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈদ্যুতিন ভোটযন্ত্রে (ইভিএম) ভোট নেয়া চলবে না, ব্যালট ফেরাতে হবে— এই দাবি অনেক দিন ধরেই তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কনগ্রেসের ২৬তম শহিদ দিবস স্মরণে রবিবার আয়োজিত জনসভায় তিনি আবার এ দাবি তুলেছেন। লোকসভা নির্বাচনে দেশ জুড়ে যে গেরুয়া ঝড় দেখা গিয়েছে, তা আসলে ঝড়, নাকি ভোটযন্ত্রের ‘কারসাজি’, সে প্রশ্ন এ দিন আরো জোর দিয়ে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির ফলাফল এত ভালো কীভাবে হলো, সে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘কী করে হলো? কেমন করে হলো? যত আসন পাবে বলেছিল, তাই পেলো! অঙ্কটা মিলে গেলো কী করে?’
মমতা বলেন, ‘আমি এখনো মনে করি, ২০১৯ সালে যে ভোটটা হয়ে গেল, সেটা একটা মিস্ট্রি (রহস্য)। এটা হিস্ট্রি (ইতিহাস) নয়, এটা মিস্ট্রি। তাই তো বলি, ইভিএম চাই না, ব্যালট চাই।’ তার স্লোগান, ‘ব্যালট ফেরাও, গণতন্ত্র বাঁচাও।’
রাজ্য নির্বাচন কমিশনের আওতায় হওয়া পঞ্চায়েত এবং পৌরসভা ব্যালটেই হবে বলে এ দিন ফের ঘোষণা করেন তিনি (যদিও পঞ্চায়েত ভোট এত দিনও ব্যালটেই হত)।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com