শিরোনাম
‘পারস্য উপসাগরে উত্তেজনার জন্য ট্রাম্প দায়ী’
প্রকাশ : ২১ জুলাই ২০১৯, ১৬:১২
‘পারস্য উপসাগরে উত্তেজনার জন্য ট্রাম্প দায়ী’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের সাথে পারস্য উপসাগরে উত্তেজনার জন্য ট্রাম্পকে দায়ী করছেন ব্রিটেনের বিরোধীদলের নেতা জেরেমি করবিন।


ব্রিটেনের গণমাধ্যম ইনডিপেনডেন্ট কারবিনে এই মন্তব্য প্রকাশ করেছে। সম্প্রতি যুক্তরাজ্যের একটি তেল ট্যাংকার ইরান আটকের প্রতিক্রিয়ায় করবিন এ মন্তব্য করেন।


এসময় জেরেমি করবিন বলেন, আমেরিকা ইরানের সাথে ছয় জাতির পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে সংঘাতের শঙ্কাকে বাড়িয়ে দিয়েছে।


পারস্য উপসাগরে যুদ্ধের উত্তেজনা কমাতে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনতে জাতিসংঘের মাধ্যমে আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন করবিন।


তবে ইরানে ব্রিটিশ তেলবাহী জাহাজ আটকের ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ট্যাংকার ছেড়ে দিতে ইরানের প্রতি আহ্বান জানান কারবিন।


উল্লেখ্য, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শুক্রবার রাতে হরমুজ প্রণালি থেকে যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাংকার আটক করে। তবে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করার কারণে ট্যাংকারটি আটক করা হয় বলে ইরান দাবি করেছে।


বিবার্তা/লতিফুর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com