শিরোনাম
উত্তেজনায় পাকিস্তানের ক্ষতি পাঁচ কোটি ডলার!
প্রকাশ : ২০ জুলাই ২০১৯, ২০:৫৭
উত্তেজনায় পাকিস্তানের ক্ষতি পাঁচ কোটি ডলার!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত-পাকিস্তান যুদ্ধ উত্তেজনায় বড় ক্ষতি হয়ে গেছে পাকিস্তানের ব্যবসা-বাণিজ্যের। দেশটির বিমানমন্ত্রী গোলাম সরওয়ার খান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।


পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য নিষিদ্ধ করায় দেশটি বিপুল অঙ্কের ক্ষতির শিকার হয়েছে। পাঁচ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে পাকিস্তান।


এর আগে চলতি বছর ২৬ ফেব্রুয়ারি থেকে ভারতের উড়োজাহাজগুলোর জন্য ৯টি রুট ব্যবহার নিষিদ্ধ করেছিল পাকিস্তান। ফলে বাণিজ্যিক ও কার্গো ফ্লাইটের যাতায়াতের বিঘ্ন ঘটায় পাকিস্তান ৫ কোটি ডলার আয় থেকে বঞ্চিত হয়েছে।


তবে মন্ত্রীর দাবি, ভারতের ক্ষতি হয়েছে পাকিস্তানের থেকেও বেশি।


উল্লেখ্য, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর ওপর আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনায় দেশটির আধা সামরিক বাহিনীর ৪০ সদস্য নিহত হয়। জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদকে এ হামলার জন্য দায়ী করে ভারত।


প্রতিশোধ নিতে ২৫ ফেব্রুয়ারি বালাকোটে বিমান হামলা চালায় ভারত। এতে শতাধিক জঙ্গি নিহত হওয়ার দাবি করে তারা। তবে পাকিস্তানের দাবি, কিছু গাছপালা নষ্ট হওয়া ছাড়া সেখানে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।


এমন নিষেধাজ্ঞায় দুই দেশের এয়ারলাইন্স ছাড়াও ব্যবসার যে ব্যাপক ক্ষতি হয়েছে তা বলাই বাহুল্য।


বিবার্তা/লতিফুর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com