শিরোনাম
ভারতে গরু চুরি সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ২০ জুলাই ২০১৯, ০৯:৪৮
ভারতে গরু চুরি সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের পূর্বাঞ্চলে কয়েকটি গরু চুরির সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।


শুক্রবার সকালে বিহার রাজ্যের একটি গ্রামে সন্দেহজনক ওই তিনজন লরিতে একটি মহিষ আর একটি বাছুর তোলার চেষ্টা করছিল। এ সময় গ্রামের বাসিন্দারা তাদের আটক করে গণপিটুনি দেয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।


ভারতে এর আগেও 'গো রক্ষকদের' দ্বারা পরিচালিত এ ধরনের হামলায় ধর্মীয় সংখ্যালঘু এবং সামাজিকভাবে নিম্নবর্ণের হিসেবে বিবেচিত গোষ্ঠীর সদস্যদের মৃত্যুর ঘটনা ঘটেছে।


হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে পবিত্র প্রাণি হিসেবে মনে করে এবং গো হত্যা সেখানে অপরাধ হিসেবে বিবেচিত হয়।


হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার এ ধরনের ঘটনা প্রতিরোধে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে সমালোচকদের।


২০১৪ সাল থেকে গরুর মাংস বিক্রি বা গরু পাচারের অভিযোগে বিভিন্ন ধরনের হামলায় এবং গণপিটুনিতে বেশকিছু মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক। তবে এসব ঘটনার মাত্র কয়েকটির ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।


এসব আক্রমণের বিরুদ্ধে সরাসরি এবং দ্রুত নিন্দা জ্ঞাপন না করার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমালোচনার শিকার হয়েছেন।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com