শিরোনাম
ইসরাইলে হাজার বছরের পুরানো মসজিদ আবিস্কার!
প্রকাশ : ১৯ জুলাই ২০১৯, ১৭:৪২
ইসরাইলে হাজার বছরের পুরানো মসজিদ আবিস্কার!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইহুদি দেশ ইসরাইলের বেদুইন শহর রাহাতের নেজাভ মরুভূমিতে এক হাজার ২০০ বছরের পুরানো মসজিদের সন্ধান মিলেছে। খবর বিবিসি নিউজ।


ইসরাইলের প্রত্নতত্ব কর্তৃপক্ষ জানিয়েছে, এটা সপ্তম বা অস্টম শতকের সময়ে নির্মিত হয়েছে। সেখানে নির্মাণ কাজের জন্য খোড়া শুরু করলে এটা পাওয়া যায়। মক্কা ও জেরুজালেমে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সমসাময়িক সময়ে এটি নির্মিত হয়।


খনন পরিচালক জন সেলিগম্যান এবং শাহার জার বলেন, এটা পৃথিবীর একটি নজিরবিহীন আবিস্কার।


বিজ্ঞানীরা মনে করছেন তৎকালীন সময়ে স্থানীয় কৃষকেরা এটি নির্মাণ করেছিলেন।


খোড়ার পর দেখা যায় মসজিদটিতে একটি মেহরাব আছে যেটি মক্কার দিকে মুখ করে বানানো। ঠিক বিপরীত দিকে একটি প্রবেশ পথ রয়েছে। এটা সাধারণত মসজিদের বৈশিষ্ট্য প্রকাশ করে।


উল্লেখ্য, ৬৩০ সালে মহানবী হজরত মুহাম্মদ সা. মক্কা বিজয় করেন। ৬২২ সালে তিনি মক্কা ছেড়ে মদীনায় হিজরত করে ছোট্ট একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এর আট বছর পর তিনি রক্তপাতহীন অভিযান চালিয়ে মক্কা বিজয় করেন।


বিবার্তা/লতিফুর/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com