শিরোনাম
জাপানের স্টুডিওতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৩৩
প্রকাশ : ১৯ জুলাই ২০১৯, ০৯:০৭
জাপানের স্টুডিওতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৩৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাপানের কিয়োটো অ্যানিমেশনের স্টুডিওটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ৩৬ জন।


স্থানীয় গণমাধ্যম এনএইচকে দেশটির ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্টুডিওটিতে আগুন ছড়িয়ে পড়ে।


ফায়ারসার্ভিস কর্মীরা প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনেন। দেশটির ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানান, অগ্নিসংযোগের সময় ভবনটিতে প্রায় ৭০ জন ছিলেন।


দেশটির পুলিশ জানায়, এ ঘটনায় ৪০ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। অগ্নিসংযোগের আগে তাকে ভবনটির ভেতরে দাহ্য তরল পদার্থ ঢালতে দেখা যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে জাপানে ‘মর’ বলতে শুনেছেন। এ সন্দেহভাজন ব্যক্তিকে আটকের ফুটেজ পেয়েছে এনএইচকে। তাকে এখন পাশের এক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


স্টুডিওতে অগ্নিসংযোগের পরের পরিস্থিতি এখনো অস্পষ্ট। কিন্তু স্টুডিওটির প্রধান জানিয়েছেন, সম্প্রতি তিনি কিছু হুমকির ইমেইল পেয়েছেন।


কিয়োটো অ্যানিমেশনের প্রেসিডেন্ট হিদেয়াকি হাত্তা জানান, তাদের অফিস এবং সেলস ডিপার্টমেন্টগুলোতে পাঠানো ইমেইলগুলোতে তাদের ‘মরতে’ বলা হয়েছে।


১৯৮১ সাল থেকে পরিচালিত হচ্ছে বিশ্বব্যাপী প্রশংসিত এ কোম্পানির কার্যক্রম। ‘কে-ওন’ এবং ‘দ্য মেলানকলি অব হারুহি সুজুমিয়া’র মতো অসংখ্য জনপ্রিয় শো প্রডিউস করেছে কোম্পানিটি। সূত্র : এনএইচকে।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com