শিরোনাম
যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ
প্রকাশ : ১২ জুলাই ২০১৯, ২২:২১
যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এক দশক আগে ধনকুবের জেফ্রি এপস্টাইনের শিশু যৌন নির্যাতন মামলায় হস্তক্ষেপ করার অভিযোগ ওঠায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী অ্যালেক্স আকোস্টা।


শুক্রবার হোয়াইট হাউসে তিনি পদত্যাগের এ ঘোষণা দেন।


অ্যালেক্স আকোস্টা ফ্লোরিডা রাজ্যের সাবেক প্রসিকিউটর। জেফ্রি এপস্টাইনের শিশু যৌন নির্যাতনের মামলায় হস্তক্ষেপ করার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবি জানিয়ে আসছিল ডেমোক্রেটরা।


তবে পদত্যাগের মাত্র দু’দিন আগেও অ্যালেক্স আকোস্টা তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে এক সংবাদ সম্মেলন করেন। জেফ্রি এপস্টাইনেকে সহযোগিতার কথা নাকচ করে দিয়ে সংবাদ সম্মেলনে অ্যালেক্স বলেন, আমি বরং তাদের সাহায্য করতে চেয়েছিলাম, যেখানে প্রায় ৩৬ শিশু নির্যাতনের শিকার হয়েছিল।


শ্রমমন্ত্রীর পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, শুক্রবার সকালে তাদের মধ্যে ফোনালাপ হয়েছে। তবে পদত্যাগের সিদ্ধান্ত একান্ত অ্যালেক্স আকোস্টার নিজের।


অ্যালেক্স আকোস্টা ২০০৮ সালে মিয়ামির অ্যার্টনির দায়িত্ব পালনের সময় জেফ্রি এপস্টাইনের শিশু যৌন নির্যাতনের মামলায় সহায়তা করার অভিযোগ ওঠে। তবে ওই সময় জেফ্রি এপস্টাইনের ১৩ মাসের জেল হয়।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com