শিরোনাম
ইরান প্রশ্নে ১০ জুলাই আইএইএ’র বিশেষ বৈঠক
প্রকাশ : ০৬ জুলাই ২০১৯, ১৫:৫৫
ইরান প্রশ্নে ১০ জুলাই আইএইএ’র বিশেষ বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা শুক্রবার জানিয়েছে, তারা আগামী সপ্তাহে ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে।


বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে ২০১৫ সালের চুক্তির একটি সীমা তেহরান লঙ্ঘন করার কয়েকদিন পর তারা এ বৈঠকের কথা জানালো।


আইএইএ’র মুখপাত্র জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালনা বোর্ডের এ বৈঠক আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে।


এর আগে, ভিয়েনায় মার্কিন মিশনের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জ্যাকি উলকট ইরান বিষয়ে আইএইএ’র সর্বশেষ প্রতিবেদন নিয়ে আলোচনা করতে বিশেষ বৈঠকের আবেদন করেছিলেন।


প্রতিবেদনে আইএইএ নিশ্চিত করেছে যে, ২০১৫ সালের জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অ্যাকশনের আওতায় ইরানকে সর্বোচ্চ ৩শ’ কিলোগ্রাম ইউরেনিয়াম মজুদ করার যে সুযোগ দেয়া হয় সেটি তারা ভঙ্গ করেছে।


যুক্তরাষ্ট্রের বিবৃতিতে সীমা লঙ্ঘনের এ খবরকে ‘উদ্বেগজনক’ হিসেবে অভিহিত করা হয়েছে। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com