শিরোনাম
ইথিওপিয়ার সেনাবাহিনী প্রধানকে গুলি করে হত্যা
প্রকাশ : ২৩ জুন ২০১৯, ১৫:৩৫
ইথিওপিয়ার সেনাবাহিনী প্রধানকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইথিওপিয়ার সেনাবাহিনীর প্রধানকে গুলি করে হত্যা করা হয়েছে। উত্তরাঞ্চলীয় আমহারা রাজ্যে এক অভ্যুত্থান প্রচেষ্টাকালে তিনি ও আরো অন্তত তিন ঊর্ধ্বতন কর্মকর্তা মারা যান বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।


দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ রবিবার টেলিভিশনে দেয়া দেয়া এক ঘোষণায় বলেছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল সিরি মেকননেনকে গুলি করে হত্যা করা হয়েছে।


আমহারা প্রদেশের আঞ্চলিক গভর্নর আম্বাচেউ মেকোনেন ও তার এক উপদেষ্টাও হামলায় নিহত হয়েছেন।


ইথিওপিয়ায় ইন্টারনেট বন্ধ রয়েছে এবং এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না। আদ্দিস আবাবায় গোলাগুলি এবং আমহারা অঞ্চলের প্রধান নগরীতে সহিংসতায় যুক্তরাষ্ট্র দূতাবাস সতর্কতা জারি করেছে।


এর আগে প্রধানমন্ত্রীর অফিস ঘোষণা দেয়, দেশের স্বশাসিত নয়টি অঞ্চলের একটি আমহারা রাজ্যে এ অভ্যুত্থানের চেষ্টা করা হয়।


প্রধানমন্ত্রীর অফিস থেকে পাঠানো বিবৃতিতে হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এতে বলা হয়, আমহারা রাজ্যের এই হামলাকারীরা দেশের সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সকল ইথিওপিয়ান এই অবৈধ পদক্ষেপের নিন্দা জানায় এবং এই সশস্ত্র গ্রুপকে দমনে ফেডারেল সরকারের পূর্ণ সক্ষমতা রয়েছে। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com