শিরোনাম
প্যারাগুয়ে কারাগারে সংঘর্ষে নিহত ১০
প্রকাশ : ১৭ জুন ২০১৯, ১৩:২৯
প্যারাগুয়ে কারাগারে সংঘর্ষে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্যারাগুয়ের একটি কারাগারে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এসময় আরো ১০ জন আহত হয়েছেন।


রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। নিহতদের সকলে নারকো গ্রুপের সদস্য।


স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান ভিলামেয়র বলেন, রাজধানীর প্রায় ৪শ’ কিলোমিটার উত্তরপূর্বের সান পেদ্রো ডি ইকুয়ামান্ডিউতে ওই কারাগারে দুই অপরাধী চক্রের মধ্যে এ ‘সংঘর্ষ’ হয়।


কর্তৃপক্ষ জানায়, এসব অপরাধী চক্রের একটি প্রকৃতপক্ষে ব্রাজিলের সাও পাওলো রাজ্যের অপরাধী চক্রের সাথে জড়িত এবং আরেকটি উভয় দেশ থেকে মাদক পাচার করে থাকে।


স্থানীয় সময় দুপুরের দিকে কারগারটিতে দাঙ্গা শুরু হয় এবং তা প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এসময় সেখানে কয়েকজন গার্ড ছিল।


এদের পাঁচজনকে গলা কেটে এবং তিনজনকে পুড়িয়ে হত্যা করা হয়।
ব্রাজিলসহ ল্যাটিন আমেরিকার দেশগুলোতে একের পর এক ভয়াবহ কারা দাঙ্গার ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ সংঘর্ষের ঘটনা। গত মাসে ব্রাজিলের একটি কারাগারে ব্যাপক দাঙ্গায় ৪০ জন নিহত হয়। খবর: এএফপি


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com