শিরোনাম
মালয়েশিয়ায় অজ্ঞাত রোগে ১২ জনের মৃত্যু
প্রকাশ : ১১ জুন ২০১৯, ১৫:৫৫
মালয়েশিয়ায় অজ্ঞাত রোগে ১২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ায় অজ্ঞাত রোগে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিন্তায় পড়েছে দেশটির সরকার।


কেলানতান রাজ্যের প্রত্যন্ত এক গ্রামে গত মাসে বটেক উপজাতির ১৪ জন মারা গেছেন। এর মধ্যে ২ জনকে বাদ দিলে, বাকি ১২ জনের মৃত্যুর কারণ জানা যায়নি। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্য বলছে, রহস্যময় অসুখ।


দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডিজুলকেফ্লাই আহমেদ জানিয়েছেন, মৃতদের গণকবর দেয়া হয়েছে। সেই গণকবর খুঁজে বের করে, মৃতদেহে ময়নাতদন্তের পর কারণ অনুসন্ধানে নামতে হবে। তবে, বাকি ২ জনের মৃত্য নিউমোনিয়ায় হয়েছে।


মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগের কারণ খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রোগ মহামারীর আকার নিতে পারে কি না, কী করে তা ঠেকানো যাবে, তা নিয়েই চিন্তাভাবনা চলছে।


তিনি জানান, আক্রান্ত গ্রামের ৮৩ জনকে এ পর্যন্ত চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে হাসপাতালেই রয়েছে ৪৬ জন।


মালয়েশিয়ার এই বটেক উপজাতির সংখ্যা এখন কমতে কমতে ২০০০ ঠেকেছে। স্বভাবতই তাদের রক্ষায় উদ্বিগ্ন সরকার। সূত্র: এইসময়


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com