শিরোনাম
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বোমায় আইএস নেতা নিহত
প্রকাশ : ০৩ জুন ২০১৯, ০৯:১৭
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বোমায় আইএস নেতা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণে রশিদ আবদুল্লাহ নামে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক নেতা নিহত হয়েছে।


প্রায় দুই মাস সোশ্যাল মিডিয়ার নীরব থাকার পর তার মৃত্যু সম্পর্কে এই তথ্য মিলেছে। তার বাড়ি কেরলের কাসরাগড় জেলায়।


সোমবার ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আইএস এর সদস্য বলে নিজের পরিচয় দিয়ে আফগানিস্তানের খোরাসান থেকে টেলিগ্রাম মেসেজে এরকমই জানা যাচ্ছে। ওই মেসেজে বলা হয়েছে বোমাবর্ষণে মোট ৯ ভারতীয় মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ২ জন ও ৪ টি শিশু রয়েছে।


২০১৬ সালে কেরল থেকে মোট ২১ জন তরুণ-তরুণী নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায় তারা আইএস-এ যোগ দিয়েছে। তাদেরই নেতা ছিল আবদুল্লাহ। ওই ২১ জনের দলের বেশিরভাগই সংযুক্ত আরব আমিরাত হয়ে ইরান যায়। সেখান থেকে তারা আফগানিস্তানে চলে যায়। জঙ্গি সংগঠন আইএস এর কেরল মডিউলের নেতা ছিল এই রশিদ আবদুল্লাহ।


মূলত ইঞ্জিনিয়ার আবদুল্লাহ কাজ করতো পিস ইন্টার ন্যাশনাল স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে। আফাগানিস্তানে পৌঁছে কেরলের তরুণদের আইএস-এ যোগ দেয়ার জন্য উদ্বুদ্ধ করতো সোশ্যাল মিডিয়ায়। টেলিগ্রাম অ্যাপ-এ এরকম ৯০টি অডিও মেসেজ সে পাঠিয়েছিল। কেরলে আইএস মডিউলের নেতা সাগির আবদুল্লার মৃত্যুর পর মডিউলের দায়িত্ব নেয় রশিদ।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com