শিরোনাম
ইয়েমেনে হামলায় ৭ শিশু নিহত: ইউনিসেফ
প্রকাশ : ২৭ মে ২০১৯, ১৫:৩৮
ইয়েমেনে হামলায় ৭ শিশু নিহত: ইউনিসেফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইয়েমেনের তায়েজ নগরীতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের গত সপ্তাহে চালানো হামলায় সাত শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ রবিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।


ইউনিসেফ আরো জানায়, নিহতদের বয়স ৪ বছর থেকে ১৪ বছরের মধ্যে। শুক্রবার নগরীর মাবিয়া এলাকায় এক হামলায় তারা নিহত হয়।


মৃতের সংখ্যা আরো বাড়তে পারে উল্লেখ করে সংস্থাটি জানায়, এনিয়ে গত ১০ দিনে তায়েজ ও সানার কাছে সহিংসতায় শিশু নিহত হওয়ার সংখ্যা বেড়ে ২৭-এ দাঁড়ালো।


ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তায়েজ নগরী ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা অবরুদ্ধ করে রেখেছে। তবে এর নিয়ন্ত্রণ রয়েছে সরকারপন্থী বাহিনীর হাতে। আর তাদের সহায়তা করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে নেতৃত্বাধীন সামরিক জোট।


ইয়েমেনের চার বছরের সংঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ফলে দেশটির দুই-তৃতীয়াংশ মানুষের ত্রাণ সহায়তার প্রয়োজন। এ সংঘাতে দেশটির হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com