শিরোনাম
মধ্যস্থতার প্রচেষ্টা চলছে: গুয়াইদো
প্রকাশ : ১৭ মে ২০১৯, ১৪:২৩
মধ্যস্থতার প্রচেষ্টা চলছে: গুয়াইদো
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদো বলেছেন, দেশটির সংকটের মধ্যস্থতায় চালানো অসলো প্রচেষ্টায় যোগ দিতে তিনি প্রতিনিধি পাঠিয়েছেন। তবে তিনি মাদুরো সরকারের সাথে আলোচনা চলার কথা অস্বীকার করেছেন। খবর: এএফপি


বৃহস্পতিবার এই কথা বলেন তিনি।


কারাকাসে তার সমর্থকদের এক সমাবেশে গুয়াইদো বলেন, ভেনিজুয়েলা সংকটের মধ্যস্থতা প্রচেষ্টায় আলোচনার জন্য ‘নরওয়েতে আমাদের পক্ষের কয়েকজন প্রতিনিধি রয়েছে।’


তিনি বলেন, দেশটি উভয় পক্ষকে একত্রে আনার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত কোন আলোচনা হয়নি।


গুয়াইদো সাংবাদিকদের খোলাসা করে বলেন, ‘সেখানে কোন আলোচনা হয়নি। তবে নরওয়ের কর্মকর্তারা উভয় পক্ষকে আলোচনার টেবিলে আনতে ‘মধ্যস্থতার চেষ্টা’ চালাচ্ছে।


এদিকে মাদুরো এ ধরনের আলোচনার ব্যাপারে সরাসরি কোন মন্তব্য না করলেও পরে তিনি বলেন, গুরুত্বপূর্ণ উপদেষ্টা যোগাযোগমন্ত্রী জর্জ রদ্রিগুয়েজ দেশের শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিশনে ইউরোপে রয়েছেন এবং তিনি শিগগিরই ফিরবেন।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com