শিরোনাম
শ্রীলঙ্কায় আরো সন্ত্রাসী হামলা হতে পারে: যুক্তরাষ্ট্র
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৯, ১৪:৪৩
শ্রীলঙ্কায় আরো সন্ত্রাসী হামলা হতে পারে: যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কায় আরো সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের দেশটি ভ্রমণে সতর্কতা জারি করেছে।


শ্রীলঙ্কায় রবিবার ভয়াবহ বোমা হামলার পর মার্কিন পররাষ্ট্র দফতর ভ্রমণবিষয়ক সতর্কতা সংশোধন করে।


যুক্তরাষ্ট্র সময় রবিবার জারি করা সংশোধিত ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়, রবিবারের ঘটনার পরও সন্ত্রাসী গোষ্ঠীরা শ্রীলঙ্কায় আরো হামলার ষড়যন্ত্র করছে। সামান্য আভাস বা কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই সন্ত্রাসী হামলা হতে পারে।


হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে পর্যটন কেন্দ্র, শপিং মল, হোটেল, বাস ও রেল স্টেশন, বিভিন্ন প্রার্থনা কেন্দ্র, বিমানবন্দর ও জনসমাগম পূর্ণ এলাকার কথা বলা হয়েছে।


ইস্টার সানডেতে প্রার্থনার সময় শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি হোটেলসহ অন্তত আটটি স্থানে পরপর বোমা হামলা হয়। হামলায় ২৯০ জন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বিদেশি নাগরিক। আহত পাঁচ শতাধিক।


হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি। এ ব্যাপারে সরকারও স্পষ্ট করে কিছু বলেনি। সূত্র: রয়টার্স


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com