শিরোনাম
ইন্দোনেশিয়ায় আতঙ্কিতরা বাড়ি ফিরতে চাইছেন না
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৯, ১৩:৫৪
ইন্দোনেশিয়ায় আতঙ্কিতরা বাড়ি ফিরতে চাইছেন না
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে আতঙ্কিত বাসিন্দা বাড়ি ফিরতে চাইছেন না।


শনিবার দুর্যোগ সংস্থাগুলো একথা জানিয়েছে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য সুনামির সতর্কতা সংকেত জারি করার পর উঁচু স্থানে আশ্রয় নেয়া বেশকিছু আতঙ্কিত বাসিন্দা বাড়ি ফিরতে চাইছেন না। আরো ভূমিকম্প হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।


সুলাওয়েসির পূর্ব উপকূলে ভূমিকম্প পরবর্তী বেশ কয়েকটি কম্পন হয়েছে। সেখানে কোন হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কর্মকর্তারা সে ব্যাপারে নিশ্চিত হতে পারেননি।


গত বছর এ দ্বীপে ভূমিকম্প ও ভূমিকম্প পরবর্তী সুনামির আঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। ভূমিকম্প আঘাত হানা লুউক নগরীতে পালানোর সময় পড়ে গিয়ে এক বাসিন্দা নিহত হয়েছে বলে জানা গেছে।


একজন সাংবাদিক বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন লক্ষণ নেই। দুর্যোগ সংস্থা শনিবার ভোরে জানায়, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। প্রায় ১ হাজার ৩শ’ পরিবার বাড়ি ফিরে এসে বলে জানিয়েছে সংস্থাটি।৬.৮ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের ছোট একটি দ্বীপের বাসিন্দারা সুনামির আতঙ্কে এখনো উঁচু ভূমি থেকে বাড়ি ফিরতে চাইছেন না। খবর: এএফপি, বাসস।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com