শিরোনাম
বেসামরিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে সুদান সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের আহ্বান
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৯, ১৮:৪১
বেসামরিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে সুদান সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুদানের অন্তর্বর্তীকালীন সরকারে বেসামরিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে দেশটির সেনা বাহিনীর প্রতি যুক্তরাষ্ট্র এক বিবৃতি আহ্বান জানিয়েছে।


দেশটির সেনা বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারে শুধুমাত্র সেনা প্রতিনিধিত্ব থাকার ঘোষণার পর যুক্তরাষ্ট্র সরকার এই শুক্রবার বিবৃতি প্রদান করে।
দেশটির বিদায়ী নেতা ওমর আল বশিরের সরকারের পতনের পরে নতুন সরকারে সেনাবাহিনীর একক প্রতিনিধিত্ব না রাখার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।


যুক্তরাষ্ট্রের মুখপাত্র রবাট পাল্লাডিনো সাংবাদিকদের বলেন, সুদানের জনগণ নির্ধারণ করবে ভবিষ্যতে কে দেশ শাসন করবেন। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারে বেসামরিক প্রতিনিধিত্ব দরকার।


রবাট বলেন, যুক্তরাষ্ট্র সরকার এখনই চায় বেসামরিক প্রতিনিধিরা সরকারের অন্তর্ভুক্ত হোক। খবর: এএফপি, বাসস।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com