শিরোনাম
খাশোগি হত্যাকাণ্ড: ১৬ সৌদি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৯, ১৫:৫৭
খাশোগি হত্যাকাণ্ড: ১৬ সৌদি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ
জামাল খাশোগি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ১৬ সৌদি নাগরিককে দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় তাদের ভূমিকা থাকায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।


এ তালিকায় রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ও উপদেষ্টা সাউদ আল-কাহতানি এবং যুবরাজের বিদেশ সফরের নিয়মিত সঙ্গী মাহের মুতরেব।


মার্কিন পররাষ্ট্র দফতর সোমবার এক বিবৃতিতে বলেছে, তালিকাভুক্ত ব্যক্তিরা ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তির বিরুদ্ধে দেশটি আগেই নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।


গত অক্টোরব মাসে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঘটানো হত্যাকাণ্ডটিকে নিয়ে কংগ্রেস থেকে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ আসছিল। এর প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও এ ঘোষণা দিলেন।


ওই ঘটনার পর সৌদি আরবের মানবাধিকার নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক নিরীক্ষা করা হয়।


মার্কিন পররাষ্ট্র দফতর এসব ব্যক্তির তালিকা প্রকাশ করে জানায়, পররাষ্ট্র দফতরের বৈদেশিক কার্যক্রমের ৭০৩১ (সি) ধারা এবং রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট অব ২০১৯ এর আওতায় এদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্র: এএফপি ও পার্সটুডে


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com