শিরোনাম
নাইজেরিয়ার দস্যুদের সঙ্গে সংঘর্ষে নিহত ৫০
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৯, ১৩:৫০
নাইজেরিয়ার দস্যুদের সঙ্গে সংঘর্ষে নিহত ৫০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ডাকাতদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছে। এই ডাকাতরা গবাদিপশু লুন্ঠন, হত্যা ও অপহরণের সাথে জড়িত। শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছে।


জামফারা প্রদেশের পার্লামেন্টের স্পিকার সুনউসি রিকিজি বলেন, জামাফারা প্রদেশের কাউরান নামোদার সাকাজিকি গ্রামে মঙ্গলবার ওই ঘটনা ঘটে। আমরা জানতে পেরেছি যে বেসামরিক মিলিশিয়া বাহিনীর সদস্যরা জঙ্গলে দস্যুদের মোকাবিলা করেছে। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে।


তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, নিহতদের মধ্যে মিলিশিয়া বাহিনীর সদস্য স্থানীয় মানুষও রয়েছেন। স্থানীয়রা দস্যুদের মোকাবিলায় মিলিশিয়াদের ডাকে তারা সাড়া দিয়েছিল।


দস্যুরা দীর্ঘদিন ধরেই জামফারার গ্রামীণ বসতিগুলোতে হামলা চালিয়ে আসছে। তারা গ্রামগুলোতে হামলা চালিয়ে গবাদিপশু চুরি করে, বাড়িঘর জ্বালিয়ে দেয়, খাদ্যশস্য লুটে নিয়ে যায় ও মুক্তিপণের জন্য গ্রামবাসীদের অপহরণ করে। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com