শিরোনাম
প্রথমবারের মতো শিকাগোর মেয়র হলেন কৃষ্ণাঙ্গ নারী
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৯, ১২:১৬
প্রথমবারের মতো শিকাগোর মেয়র হলেন কৃষ্ণাঙ্গ নারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম নগরীতে মঙ্গলবার এক ঐতিহাসিক নির্বাচনে এই প্রথমবারের মতো একজন সমকামী আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ নারী মেয়র নির্বাচিত হয়েছেন।


অর্থনৈতিক বৈষম্য ও সহিংসতার মতো বিভিন্ন কঠিন সমস্যা মোকাবেলা করার প্রতিশ্রুতি দেয়ায় রাজনীতির মাঠে একেবারে নবীন এই নারীর প্রতি আস্থা রাখেন ভোটাররা।


৫৬ বছর বয়সী লরি লাইটফট নামের সাবেক এই ফেডারেল প্রসিকিউটর ও আইনজীবী এ নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এর আগে কখনো তিনি নির্বাচনে দাঁড়াননি।


তিনি টনি প্রেকউইঙ্কেলকে পরাজিত করেছেন। টনিও একজন আফ্রিকান-আমেরিকান নারী। অধিকাংশ ব্যালট গণনা শেষে দেখা গেছে যে নির্বাচনে লরি ৭৪ শতাংশ ও টনি ২৬ শতাংশ ভোট পেয়েছেন। লরি শিকাগোর প্রথম সমকামী ও আফ্রিকান-আমেরিকান নারী মেয়র।


এর আগে ১৮৩৭ সাল থেকে শিকাগোর ভোটাররা মাত্র একজন কৃষ্ণাঙ্গ ও একজন নারীকে মেয়র পদে নির্বাচিত করেছিল। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com