শিরোনাম
তেলআবিবে রকেট হামলায় ৫ ইসরাইলি আহত
প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১৫:৪৬
তেলআবিবে রকেট হামলায় ৫ ইসরাইলি আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইলের তেলআবিব শহরের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় সোমবার রকেট হামলা চালানো হয়েছে। এতে একটি বাড়িতে আগুন ধরে যায় ও পাঁচজন আহত হয়।


পুলিশ ও চিকিৎসা কর্মীরা একথা জানান। এর আগে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকা থেকে ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলার কথা জানিয়েছিল।


পুলিশ জানায়, বাড়িটি মিশমেরেত এলাকায় অবস্থিত। চিকিৎসা কর্মীরা জানায়, তারা এই ঘটনায় আহত পাঁচজনকে চিকিৎসা দিয়েছে। এদের মধ্যে চারজন সামান্য আহত হয়েছে।


এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করবেন।


তার অফিস থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে আমি আমার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি।


তিনি বলেন, আমি কয়েক ঘন্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করব এবং এরপর আমি কাছ থেকে অভিযান পরিচালনার জন্য ইসরাইলে ফিরে আসব। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com