শিরোনাম
ইরাকে নৌকাডুবিতে অন্তত ১০০ জনের মৃত্যু
প্রকাশ : ২২ মার্চ ২০১৯, ১৭:৩১
ইরাকে নৌকাডুবিতে অন্তত ১০০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরাকে ছুটির দিন উদযাপন করতে গিয়ে নারী শিশুসহ অন্তত ১০০ জন মারা গেছেন।


বৃহস্পতিবার ইরাকে কুরদিশ নতুন বছর উদযাপন করতে গিয়ে মোসুলের নদীতে নৌকা ডুবে ও দুর্ঘটনা ঘটে।


দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র সাদ মান জানান, নৌকা ডুবে প্রাণ গেছে অন্তত ৯৫ জনের। তাদের মধ্যে ৬১ জন নারী ও ১৯টি শিশু ছিল।


দেশটির স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ইসলামিক স্টেটসের দখল থেকে শহর মুক্ত হওয়ার পর এই বছরই টাইগ্রিস নদীর তীরে উৎসবে সামিল হয়েছিলেন মানুষজন।


ঘটনাস্থলে পরিদর্শনে যান ইরাকে প্রধানমন্ত্রী আদেল আবদেল। তিনি তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এই নৌকাডুবির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।


কুর্দিশ নতুন বছর নওরোজ উদযাপনে বৃহস্পতিবার ফেরিতে চেপে টাইগ্রিস পেরোচ্ছিলেন বহু মানুষ। নদীর ওপারে বসন্তে ইরাকি বাজার শুরুর দিনে সেখানে যাচ্ছিলেন তারা। তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com