শিরোনাম
লোডশেডিংয়ে অন্ধকারে ভেনিজুয়েলার অধিকাংশ এলাকা
প্রকাশ : ০৮ মার্চ ২০১৯, ১১:২৪
লোডশেডিংয়ে অন্ধকারে ভেনিজুয়েলার অধিকাংশ এলাকা
কারাকাসের অবস্থা, ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভেনিজুয়েলায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় রাজধানী কারাকাসসহ দেশটির অধিকাংশ এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার এটাকে ‘নাশকতা’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।


এ সময় বেসরকারি জেনারেটরের সাহায্যে সরবরাহ করা কিছু ভবনে বিদ্যুৎ থাকলেও কারাকাস পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হয়। সন্ধ্যা নামার স্বল্প সময় আগে ৪টা ৫০ মিনিটে এমন ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানান।


এতে টেলিফোন ও ইন্টারনেটের পাশাপাশি সিটি মেট্রো রেলের কার্যক্রম ব্যাহত হয়। বিশ্বের সবচেয়ে বেশি ভয়ঙ্কর নগরীগুলোর অন্যতম কারাকাসের রাজপথ অন্ধকারে সচরাচর জনশূন্য হয়ে পড়ে।


স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এভাবে বিদ্যুৎ চলে যাওয়ায় দেশের অধিকাংশ এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।


রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি কর্পোয়িলিস টুইটারে এক বার্তায় জানায়, তারা নাশকতার শিকার হয়েছে। এটি হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্যুৎ যুদ্ধের একটি অংশ। আমরা এটি মেনে নিতে পারি না। আমরা বিদ্যুৎ সেবা ফের চালু করতে কাজ করছি।


ভেনিজুয়েলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা প্রায় ঘটে থাকে। দেশটি অর্থনৈতিক সংকটের মুখে পড়ার ক্ষেত্রে এটিও একটি কারণ। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com