শিরোনাম
মাসুদ আজহারের দুই ভাইসহ ৪৪ জঙ্গি গ্রেফতার
প্রকাশ : ০৫ মার্চ ২০১৯, ২০:৫০
মাসুদ আজহারের দুই ভাইসহ ৪৪ জঙ্গি গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবশেষে জঙ্গি দমনে ব্যবস্থা নিতে শুরু করেছে পাকিস্তান। মাসুদ আজহারের দুই ভাইসহ জইশ-ই-মোহাম্মদের অন্তত ৪৪ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।


মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আফ্রিদি খবরের সত্যতা নিশ্চিত করেছেন।


জানা যায়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের দুই ভাই হামাদ আনসারি, আবদুল রউফ আজগরসহ মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে পাকিস্তান সরকার। তবে আটককৃতদের কোথায় রাখা হয়েছে, কিভাবে গ্রেফতার করা হয়েছে, এ বিষয়ে কিছু জানানো হয়নি।


তবে জঙ্গিদের গ্রেফতার নয়, ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ বা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হেফাজতে নেয়া হয়েছে বলেও খবর রয়েছে।


পুলওয়ামায় হামলার পর থেকেই পাকিস্তানের ওপর জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য চাপ বাড়তে থাকে। সেই চাপেই এবার ইসলামাবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করল বলে কূটনৈতিক মহলের একটা অংশ মনে করছে। পাশাপাশি পুরো বিষয়টিই পাক সরকারের ‘আই ওয়াশ’ বা লোক দেখানো হতে পারে বলেও মনে করছেন অনেক কূটনীতিবিদরা।


তবে শাহরিয়ার আফ্রিদি দাবি করে বলেছেন, কোনো প্রকার চাপের কারণে এসব জঙ্গিদের গ্রেফতার করা হয়নি। সূত্র : আনন্দবাজার, এনডিটিভি


বিবার্তা/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com