শিরোনাম
পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
প্রকাশ : ০১ মার্চ ২০১৯, ২১:২৬
পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর তীব্রতা অনুভূত হয়েছে পার্শ্ববর্তী ব্রাজিল, বলিভিয়া, চিলিতেও।


স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল পেরু ও বলিভিয়ার মধ্যবর্তী স্থানে, লেক টিটিকাকার কাছে। লেকটি গভীরতা ও বিশালতায় দক্ষিণ আমেরিকার সবচেয়ে বৃহৎ।


এদিকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ১। যার উৎপত্তিস্থল ছিলো জুলিয়াকা থেকে ৬৭ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ২৫৮ কিলোমিটার।


প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এছাড়া প্রাথমিক তথ্যে কোনো ধরনের সুনামি সর্তকতা নেই বলেও জানিয়েছে ভূমধ্যসাগরীয় সুনামি সর্তকতা কেন্দ্র।


বিবার্তা/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com