শিরোনাম
‘ভারত তিন নদীর গতিপথ বদলালে কিছুই যায় আসে না’
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০১
‘ভারত তিন নদীর গতিপথ বদলালে কিছুই যায় আসে না’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত তাদের তিন নদীর গতিপথ পরিবর্তন করলে পাকিস্তানের কিছুই যায় আসে না বলে জানিয়েছেন পাকিস্তানের পানিসম্পদ মন্ত্রী খাজা সুমায়েইল।


শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। আর আগে পুলওয়ামা হামলার পর পাকিস্তানের সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা কেড়ে নিয়েছিল ভারত। তারপর বৃহস্পতিবার ভারত থেকে যাওয়া তিন নদীর পানি সেদেশে যাওয়ার ব্যাপারে পাকিস্তানকে হুশিয়ারি দিয়েছিল ভারত।


নিতিন গডকরী জানিয়েছিলেন, ভারত পাকিস্তানে বয়ে যাওয়া রাভি, বিয়াস, সাতলেজ নদীর পানি পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরের মানুষদের দেয়া হবে বলে নদীগুলোর গতিপথ বদলানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।


ওই মন্তব্যের পরই পাল্টা বিবৃতি এই কথা বললেন খাজা সুমায়েইল। পাকিস্তানের একটি দৈনিককে তিনি বলেন, এনিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই। তবে চেনাব, সিন্ধু ও ঝেলমের পানি নিয়ে ভারত কোনো সিদ্ধান্ত নিলে পাকিস্তান সরকারিভাবে তার প্রতিবাদ করবে।


সুমায়েইল আরো বলেন, সিন্ধু পানিবন্টন চুক্তি অনুযায়ী ভারত তার নিজের ভাগের পানি নিলে তাতে পাকিস্তানের কিছু বলার নেই। ১৯৬০ সালের চুক্তি অনুযায়ী ওইসব নদীর পানি ব্যবহারের বিষয়টি একেবারেই ভারতের ব্যাপার।


বিবার্তা/আকবর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com